ভালোবাসি চল - লগ্নজিতা চক্রবর্তী
নাইবা তোর ঘরে হলো ফেরা
তবু চোখে কেন জল,
পথে চলতে দেখা হলে
কালও থমকে থামবো অবিকল।
ভিজে ঠিক যাবে চোখ
মনে হবে ফের রোজই দেখা হোক,
তবু অল্প দূরে থেকে,
ঝুটো ঝগড়া গুলো ঢেকে আমরণ..
ভালোবাসি চল, ভালোবাসি চল
ভালোবাসি চল, ভালোবাসি চল।
নাইবা হলো সাথে বেঁচে থাকা,
হাতে হাত রাখা,
তবুওতো রূপকথা বাঁচে, মনে মনে একা।
ভিজে ঠিক যাবে চোখ
মনে হবে ফের রোজই দেখা হোক,
তবু অল্প দূরে থেকে,
ঝুটো ঝগড়া গুলো ঢেকে আমরণ..
ভালোবাসি চল, ভালোবাসি চল
ভালোবাসি চল, ভালোবাসি চল।
ভাব না আমি অকারণে রেগে
দূরে বসে আছি,
চাইছি তোকে দূরে দূরে রেখে
বড়ো কাছাকাছি।
ভিজে ঠিক যাবে চোখ
মনে হবে ফের রোজই দেখা হোক,
তবু অল্প দূরে থেকে,
ঝুটো ঝগড়া গুলো ঢেকে আমরণ..
ভালোবাসি চল, ভালোবাসি চল
ভালোবাসি চল, ভাবাসি চল।