তোমার কাছেই থাক - তাহসান
একবার পেলে,
বারে বারে হারানোর ভয়।
না পেলেই বুঝি
আরও বেশি ভালো হয়।
কথা নেই,
বলো কি যে বলি,
এ আঁধার স্বপ্নে বিভোর।
আরও কিছু আলো তুমি কর সঞ্চয়,
তোমার কাছেই থাক
যা কিছু আমার নয়।
ও তোমার কাছেই থাক
যা কিছু আমার নয়।
মুছে যাওয়া কথা,
জেগে আছে ফুলে ফুলে।
ব্যথা লেগে হাওয়া
কেপে উঠে দুলে দুলে।
কিছু কিছু বিকেলে
চোখ ভিজে গেলে,
এভাবেই যেন হাওয়া বয়।
কথা নেই,
বলো কি যে বলি,
এ আঁধার স্বপ্নে বিভোর।
আরও কিছু আলো তুমি কর সঞ্চয়,
তোমার কাছেই থাক
যা কিছু আমার নয়।
ও তোমার কাছেই থাক
যা কিছু আমার নয়।
একবার পেলে,
বারে বারে হারানোর ভয়।
না পেলেই বুঝি
আরও বেশি ভালো হয়।
কথা নেই,
বলো কি যে বলি,
এ আঁধার স্বপ্নে বিভোর।
আরও কিছু আলো তুমি কর সঞ্চয়,
তোমার কাছেই থাক
যা কিছু আমার নয়।
ও তোমার কাছেই থাক
যা কিছু আমার নয়।