পৃথিবীতে প্রেম বলে কিছু নেই - সুবীর নন্দী

পৃথিবীতে প্রেম বলে কিছু নেই


হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই ।

তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ফুলে যা সৌরভ
আমি বলি মিছে সব মানুষের জন্য ।

ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই ।

নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল

যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই ।


Prithibite Prem Bole Kichu Nei বাংলিশ লিরিক্স

Hajar moner kache proshno rekhe
Ekti kothai jenechi ami
Prithibite prem bole kichu nei.

Tobuo manush kore hridoer gourob
Bole prem seito phule ja sourov

Ami boli miche sob manusher jonno.
Phuler moto mon manusher nei

Prithibite prem bole kichu nei.
Nijer hater gora swarther shrinkhol

Hoye geche ajto prithibir sombol
Jara chay chirodin cheye tara dhonyo

Asole debar karo kichu ar nei
Prithibite prem bole kichu nei.

সুবীর নন্দীর সংক্ষিপ্ত জীবনী

জন্ম ও প্রাথমিক জীবন:

সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা সুধাংশু নন্দী এবং মা পুতুল রাণী নন্দী। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরাও সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সিলেট বেতারে প্রথম গান করেন এবং এরপর নিয়মিতভাবে সঙ্গীত চর্চা চালিয়ে যান।

একক সঙ্গীত জীবন:

সুবীর নন্দী ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে একক সঙ্গীত জীবন শুরু করেন। তার প্রথম অ্যালবাম ছিল "সুবীর নন্দীর গান"। এরপর তিনি একের পর এক জনপ্রিয় গান উপহার দেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো "আমার এ দুটি চোখ পাথর তো নয়", "কেন ভালোবাসা হারিয়ে যায়", "হাজার মনের কাছে প্রশ্ন রেখে", "বন্ধু হতে চেয়ে তোমার শত্রু হলাম", "পাহাড়ের কান্না দেখে", "একটা ছিল সোনার কন্যা" ইত্যাদি। তিনি চার দশকের বেশি সময় ধরে সঙ্গীত জগতে সক্রিয় ছিলেন।

সঙ্গীতের ধরন:

সুবীর নন্দী মূলত আধুনিক বাংলা গান, লোকগান এবং চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। তার গানে এক ধরনের কোমলতা, গভীরতা এবং মেলোডি সুস্পষ্ট ছিল। তার গায়কী ছিল স্বতন্ত্র এবং আবেগপ্রবণ, যা শ্রোতাদের হৃদয়ে সহজে স্থান করে নিত।

উল্লেখযোগ্য অবদান:

সুবীর নন্দী সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন। তিনি মোট পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া, তিনি ২০১৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত হন। তার গানগুলো বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে এবং তিনি বাংলাদেশের অন্যতম শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত।

সুবীর নন্দী ২০১৯ সালের ৭ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু বাংলা সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url