উড়াল দেবো আকাশে - আইয়ুব বাচ্চু
অভিলাষী আমি অভিমানী তুমি হাজারো স্বপ্ন নিয়ে সব কিছু ভুলে গিয়ে পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে জানে অন্তর্যামী কেবা আগে পরে সাবাইকে একা কর...
অভিলাষী আমি অভিমানী তুমি হাজারো স্বপ্ন নিয়ে সব কিছু ভুলে গিয়ে পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে জানে অন্তর্যামী কেবা আগে পরে সাবাইকে একা কর...
হাসতে দেখ গাইতে দেখ অনেক কথায় মুখোর আমায় দেখ দেখ না কেউ হাসির শেষে নীরবতা বুঝে না কেউ তো চিনলো না বোঝে না আমার কি ব্যাথা চেনার মত কে...
ঘুমন্ত শহরে রুপালি রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টেরও শীতল আবরণ জড়িয়ে আমি আছি , আছি তোমার সৃতিতে ভালবাসার সরল বাধন চিরে চলে গ...
কোন সুখের ছোয়া পেতে নয় নয় কোন নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয় আশা নয় , না বলা ভাষা নয় আমি কষ্ট ...
এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দুরে বহু - দুরে ... সে - দিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে মনে রেখো তুমি কত রাত কত দ...
সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের কথা তুমি তো বলেছ সুধু তোমারি মনের কথা আমি অনেক পথ ঘুরে এ অন্ধকারে তোম...
এখন অনেক রাত , খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন , আমায় ডেকেছে তাই আমি বসে আছি , দরজার ওপাশে, আবেগী এ মন রাতে ... বহুল ...
ফেরারী এই মনটা আমার মানে না কোনো বাঁধা তোমাকে পাবারই আশায় ফিরে আসে বারেবার । কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে কি জান...
কি করে বললে তুমি তোমাকে হঠাত করে ভুলে যেতে, কি করে ভাবলে তুমি আমাদের এতদিনের সবি ছিল পাগলামি । তোমাকে ভেসেছিলাম ভালো সেই ভাবনায়...
সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ওহহ হ বুকেরই সব কষ্ট দুহা...