প্রেমের সমাধি ভেঙে লিরিক্স
চলে যায়.. প্রাণের পাখি চলে যায় পিঞ্জর ভেঙ্গে চলে যায়। প্রেমের সমাধি ভেঙ্গে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়.. আ আ আ আ তোমায় পাবনা জা...
Allahi Allah kiya karo আল্লাহি আল্লাহ কিয়া কারো Dukh na kisee ko diya karo দুঃখ না কিসি কো দিয়া করো Joh duniya ka malik hai জহ দুনিয়া কা মাল...
চলে যায়.. প্রাণের পাখি চলে যায় পিঞ্জর ভেঙ্গে চলে যায়। প্রেমের সমাধি ভেঙ্গে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়.. আ আ আ আ তোমায় পাবনা জা...
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার ...
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহা রে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি তাহা...
আমি তোমার মনের ভীষণ কাছে তবু কেন দেখেও দেখো না? তোমার কাছে যে সব রাখা আছে সে সব কথা কাউকে বলনা। তোমাকে ভালোবেসে যেতে চাই তোমাকে আরও পাশে পেত...
পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু করে পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু করে ওরে ওরে হাওয়া থাম না রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ও...
তোমার আকাশ ধরার শখ আমার সমুদ্দুরে চোখ আমি কি আর দেবো বলো তোমার শুধুই ভালো হোক। তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভেতর ঝড় তুমি চলতি ট্রেনের হাও...
পাগল মন মনরে মন কেন এত কথা বলে ও পাগল মন মনরে মন কেন এত কথা বলে তুই ছাড়া কে আছে আর এই জীবনে আমার তুই ছাড়া কে আছে আর এই জীবনে আমার পাগল মন ...
তোরা সব জয়ধ্বনি কর! তোরা সব জয়ধ্বনি কর! ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর! তোরা সব জয়ধ্বনি কর! আসছে এবার অনাগত, প্রল...