প্রেমের সমাধি ভেঙে লিরিক্স

চলে যায়..
প্রাণের পাখি চলে যায়
পিঞ্জর ভেঙ্গে চলে যায়।
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়..
আ আ আ আ
তোমায় পাবনা জানি,
শুধু চোখের পানি,
দিয়ে গেলে আমায়।
আ আ আ
খাঁচার পাখি তবু,
খাঁচায় থাকে না,
বনেরও পাখি বনের,
মায়া ছাড়ে না।
আ আ আ আ
পাখি যায় উড়ে যায়,
প্রেমের সমাধি ভেঙ্গে,
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়,
আমার হৃদয় ভেঙ্গে যায়।
আ আ আ আ
ফুল ফুটেছিল,
মনেরও বাগিচায়,
পানি বিনা পাপড়ি,
সবই ঝরে যায়।
কোন অপরাধে,
আমার প্রেমের তরী,
অকূলে ভাসালে?
ও ও ও আ আ আ
আমি ছিলাম তোমার,
চোখের মনি;
কেন আঁধারে ডুবালে?
তুমি যাও চলে যাও,
শুধু স্মৃতি রেখে যাও।
তোমার স্মৃতি স্মরণে,
বেঁচে রব জীবনে,
আমি চোখের জলে,
আমার হৃদয় ভেঙ্গে যায়।
আ আ আ আ
তীর ভাঙ্গা ঢেউ,
আমি নীড় ভাঙ্গা ঝড়,
উজান ভাটির দুনিয়াতে,
সবই হল পর।
চেয়ে ছিলাম আমি,
হৃদয়ে তোমার সুখের,
প্রদীপ জ্বালাবো।
আ আ আ ও ও ও
সুখে যদি থাক,
আমি শত দুঃখে হেসে যাব,
তুমি যাও চলে যাও,
শুধু স্মৃতি রেখে যাও।
প্রেমের সমাধি ভেঙ্গে,
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়।
আ আ আ আ
তোমায় পাবনা জানি,
শুধু চোখের পানি,
দিয়ে গেলে আমায়।
আ আ আ আ
খাঁচার পাখি তবু,
খাঁচায় থাকে না,
বনেরও পাখি বনের,
মায়া ছাড়ে না।
আ আ আ আ
পাখি যায় উড়ে যায়।
প্রেমের সমাধি ভেঙ্গে,
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়,
আমার হৃদয় ভেঙ্গে যায়।
Premer Somadhi Venge Banglish Lyrics:
Chole jaay..
Praner pakhi chole jaay,
Pinjor bhenge chole jaay.
Premer somadhi bhenge,
Moner shikol chhire,
Pakhi jaay ure jaay..
Aa aa aa aa
Tomay pabona jani,
Shudhu chokher pani,
Diye gele amay.
Aa aa aa
Khanchar pakhi tobu,
Khanchay thake na,
Bonero pakhi boner,
Maya chhare na.
Aa aa aa aa
Pakhi jaay ure jaay,
Premer somadhi bhenge,
Moner shikol chhire,
Pakhi jaay ure jaay,
Amar hridoy bhenge jaay.
Aa aa aa aa
Ful phutecilo,
Monero bagichay,
Pani bina papri,
Shoboi jhore jaay.
Kon oporadhe,
Amar premer tori,
Okule bhashale?
O o o aa aa aa
Ami chilam tomar,
Chokher moni;
Keno andhare dubale?
Tumi jaao chole jaao,
Shudhu smriti rekhe jaao.
Tomar smriti smorone,
Beche rob jibone,
Ami chokher jole,
Amar hridoy bhenge jaay.
Aa aa aa aa
Tir bhanga dheu,
Ami nir bhanga jhor,
Ujan bhatir duniyate,
Shoboi holo por.
Cheye chilam ami,
Hridoye tomar sukher,
Prodip jalabo.
Aa aa aa o o o
Sukhe jodi thak,
Ami shoto dukkhe hese jabo,
Tumi jaao chole jaao,
Shudhu smriti rekhe jaao.
Premer somadhi bhenge,
Moner shikol chhire,
Pakhi jaay ure jaay.
Aa aa aa aa
Tomay pabona jani,
Shudhu chokher pani,
Diye gele amay.
Aa aa aa aa
Khanchar pakhi tobu,
Khanchay thake na,
Bonero pakhi boner,
Maya chhare na.
Aa aa aa aa
Pakhi jaay ure jaay.
Premer somadhi bhenge,
Moner shikol chhire,
Pakhi jaay ure jaay,
Amar hridoy bhenge jaay.
এন্ড্রু কিশোর: সংক্ষিপ্ত জীবনী
এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ঠা নভেম্বর বাংলাদেশের রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন চিকিৎসক এবং তার পরিবারে সঙ্গীতের চর্চা ছিল। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন এবং তার মা তাকে গান শেখার জন্য অনুপ্রাণিত করেন। শৈশবেই তিনি সঙ্গীত গুরু আব্দুল আজিজ বাচ্চুর কাছে সঙ্গীতের তালিম নেন।১৯৭৭ সালে তিনি 'মেইল ট্রেন' ছবিতে প্রথম প্লেব্যাক করেন। তার প্রথম গান ছিল "একবার যদি কেউ ভালোবাসতো"। এই গানটি তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি অন্যতম সফল প্লেব্যাক শিল্পী হিসেবে নিজের জায়গা করে নেন।
তিনি মূলত আধুনিক এবং প্লেব্যাক গানে পারদর্শী ছিলেন। তার গানে রোমান্টিক এবং বিরহের সুর বেশি শোনা যেত। তিনি তার অসাধারণ গায়কীর জন্য 'প্লেব্যাক সম্রাট' হিসেবে পরিচিতি লাভ করেন।
তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। তিনি বাংলাদেশের সঙ্গীতে নতুন মাত্রা যোগ করেছেন এবং তার গানগুলো এখনো শ্রোতাদের মনে গেঁথে আছে। ২০২০ সালের ৬ই জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখযোগ্য ডিস্কোগ্রাফি
এন্ড্রু কিশোরের অসংখ্য গান রয়েছে, যা বাংলা গানের ভুবনে অমর হয়ে আছে। তার কিছু জনপ্রিয় গানের তালিকা নিচে দেওয়া হলো:প্লেব্যাক গান:
'জীবনের গল্প আছে বাকি অল্প'
'হায়রে মানুষ রঙীন ফানুস'
'ডাক দিয়াছেন দয়াল আমারে'
'আমার সারা দেহ খেও গো মাটি'
'ভালো আছি ভালো থেকো'
'ওগো বিদেশিনী'
'তুমি আমার কত প্রিয়'
'ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা'
অ্যালবাম:
'প্রেমের সমাধি ভেঙে' (এই অ্যালবামের একটি গান আপনি উল্লেখ করেছেন)
'প্রেমের সমাধি'
'আমার বাবার মুখে'