ভুলে যাবো আমিও ভেবেছি গানটির লিরিক্স


ভুলে যাবো আমিও ভেবেছি গানটির লিরিক্স


ভুলে যাবো আমিও ভেবেছি,
পারিনি তোমায় ভুলতে।

যত দূরে সরে যেতে চেয়েছি,
গেছি আরও কাছে মিশে।

ভুলতে চেয়েছি তোমার স্মৃতি,
ভুলতে চেয়েছি তোমার হাসি।

তবুও মনটা শুধু বলে,
তোমাকেই ভালোবাসি।

জানি না কি জাদু করেছো,
বাঁধলে আমায় মায়ার ডোরে।

তোমাকে ছাড়া যেন এই জীবন,
থমকে গেছে এক অচিন মোড়ে।

ভুলে যাবো আমিও ভেবেছি,
পারিনি তোমায় ভুলতে।

যত দূরে সরে যেতে চেয়েছি,
গেছি আরও কাছে মিশে।

চোখের কোণে জল জমে,
হৃদয়ে জমে ব্যথা।

তবুও স্বপ্ন দেখি,
হয়তো হবে দেখা।

তোমার অপেক্ষায় আজও আছি,
এই হৃদয় জুড়ে।

যদি ফিরে আসো তুমি,
ভালোবাসার সুরে।

ভুলে যাবো আমিও ভেবেছি,
পারিনি তোমায় ভুলতে।

যত দূরে সরে যেতে চেয়েছি,
গেছি আরও কাছে মিশে।


Bhule jabo amio bhebechi বাংলিশ লিরিক্স:

Bhule jabo amio bhebechi,
Parini tomay bhulte.

Joto dure sore jete cheyechi,
Gechi aro kache mishe.

Bhulte cheyechi tomar sriti,
Bhulte cheyechi tomar hasi.

Tobuo monta shudhu bole,
Tomakei bhalobashi.

Jani na ki jadu korecho,
Badhle amay mayar dore.

Tomake chara jeno ei jibon,
Thomke geche ek ochin more.

Bhule jabo amio bhebechi,
Parini tomay bhulte.

Joto dure sore jete cheyechi,
Gechi aro kache mishe.

Chokher kone jol jome,
Hridoye jome byatha.

Tobuo shopno dekhi,
Hoyto hobe dekha.

Tomar opekhay aajo achi,
Ei hridoy jure.

Jodi fire asho tumi,
Bhalobashar shure.

Bhule jabo amio bhebechi,
Parini tomay bhulte.

Joto dure sore jete cheyechi,
Gechi aro kache mishe.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url