রহমের বৃষ্টিতে ভিজলো জমিন লিরিক্স
রহমের বৃষ্টিতে ভিজলো জমিন,
হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ।
বুকের উঠোনে নাচে নাজাতের দিন,
কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ।
কান পাতো শোনো গায় সাত আসমান,
খোশ আমদেদ এলো মাহে রমাদান।
এই মাস মালিকের সেরা উপহার,
অবহেলা করে তাকে হারাবো না আর।
সিয়াম কিয়ামে রবো রত নিশিদিন,
ছড়াবো আমল ফুলে খুশবুর ঘ্রাণ।
এসো করি পাপগুলো পুড়ে পুড়ে ছাই,
ফোটাই ঠোঁটের পাড়ে হরফের ফুল।
কদরের রাত যদি একবার পাই,
মুছে যাবে জীবনের গুনাখাতা ধুল।
এই মাস হেলা করে যদি চলে যায়,
তুমি বড় হতভাগা এই দুনিয়ায়।
রোজা রাখো ক্ষমা চাও খুলে আছে দ্বার,
তাকাও দু'চোখ মেলে দ্যাখো রাইয়ান।
Rohomer brishtite bhijlo jomin বাংলিশ লিরিক্স:
Rohomer brishtite bhijlo jomin,
Hridoy sagore elo barakar dheu.
Boker uthone nache najater din,
Ki je shukh rob chara bujhbe na keu.
Kan pato shono gaye saat asman,
Khosh amded elo mahe romadan.
Ei mash maliker sera upohar,
Obhela kore take harabo na aar.
Siam kiame robo roto nishidin,
Chorabo amol fule khushbur ghran.
Eso kori papgulo pure pure chai,
Fotai thoter pare horofer ful.
Kodorer raat jodi ekbar pai,
Muche jabe jiboner gunakhata dhul.
Ei mash hela kore jodi chole jay,
Tumi boro hotovaga ei duniyay.
Roja rakho khoma chao khule ache dar,
Takao du chokh mele dekho rayyan.