কারণে-অকারণে নিষেধে বা বারণে

কারণে-অকারণে নিষেধে বা বারণে


কারণে-অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
নিয়মে-অনিয়মে
দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো
বাঁ পাশেই ছিলাম


কারণে-অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
ভেতরে-বাহিরে
দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো
বাঁ পাশেই ছিলাম


চোখে জল নোনা কি?
নিয়ে গেল জোনাকি
কেন আমি পথে একা দাঁড়িয়ে?
আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে যেন
সবই কোথায় হারিয়ে


আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই


আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই...


জলেতে-আগুনে
বর্ষা বা ফাগুনে
তোমার নামেই যত
মেঘেদের গান
জাগরণে, মিছিলে
কোথায় যে কী ছিলে
আমায় নিখোঁজ ভাবো
নিয়ে আভিমান


জলেতে-আগুনে
বর্ষা বা ফাগুনে
তোমার নামেই যত
মেঘেদের গান
জাগরণে, মিছিলে
কোথায় যে কী ছিলে
আমায় নিখোঁজ ভাবো
নিয়ে আভিমান


চোখে জল নোনা কি?
নিয়ে গেলো জোনাকি
কেন আমি পথে একা দাঁড়িয়ে?
আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে যেন
সবই কোথায় হারিয়ে


আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই


আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই...
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url