আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে
লুখিয়েছিলে ওই মুখ
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে
লুখিয়েছিলে ওই মুখ


বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি
কতদুরে যাবে বল
কতদুরে যাবে বল
তোমার পথের সাথী হব আমি
বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি


কতদুরে যাবে বল
কতদুরে যাবে বল
তোমার পথের সাথী হব আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়


একাকিনী আছ বসে পথ ভুলে গিয়েছ তুমি
কোন দূরে যাবে বল
কোন দূরে যাবে বল
তোমার চলার সাথী হব আমি
একাকিনী আছ বসে পথ ভুলে গিয়েছ তুমি
কোন দূরে যাবে বল
কোন দূরে যাবে বল
তোমার চলার সাথী হব আমি।
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে
লুখিয়েছিলে ওই মুখ।

আ.....আ...আ..আ....
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url