মন আমার - Arko Pravo Mukherjee

মন ভেবেছে আমার হবি,
মন এঁকেছে মনের ছবি।


কোন হাওয়া তে, কুয়াশা কেটে যায়
তুই দাঁড়িয়ে, এই শহর হেঁটে যায়।


মন আমার ও মন আমার,
এই মন আমার।
খোঁজে যত্ন তোর,
স্বপ্নে বিভোর দু'নয়ন আমার।


মন ভেবেছে আমার হবি,
মন এঁকেছে মনের ছবি।


সব কিছু রইলো তোর হাতে
তোর পিছু নি জোনাকি রাতে,
তোর কিচ্ছু যায় আসেনা তাতে
বুঝবি বল, কবে বুঝবি বল?
তোরই হাসির গল্প বাজে কানে
ফিরে আসি মুগ্ধ সে উজানে
বানভাসি রা ভাসতে থাকা জানে
খুঁজবি চল, আলো খুঁজবি চল।


মন আমার ও মন আমার,
এই মন আমার।
খোঁজে যত্ন তোর,
স্বপ্নে বিভোর দু'নয়ন আমার।


মন ভেবেছে আমার হবি,
মন এঁকেছে মনের ছবি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url