দেখা না দিলে বন্ধু কথা কইও না লিরিক্স


বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে।
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে।
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।

ফুল ফুটেছে, গন্ধে সারা মন। (২বার)
তুমি আমার কত যে আপন।

দেখা না দিলে বন্ধু কথা কইও না (২বার)

বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে।
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে।
কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে।
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে।
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান!

হাউসের পিরিতি করিলাম আমি
প্রেমই জীবন প্রেমই মরণ।
এই তো জানি
পাখি উড়ে গেলে তার।
ডানাতে কি ভয়, উড়ে উড়ে যাচ্ছে সবাই
বেদনারই ক্ষয়।

দেখা না দিলে বন্ধু কথা কইও না।
দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না।

ফুল ফুটেছে গন্ধে সারা মন।
ফুল ফুটেছে গন্ধে সারা মন।
তুমি আমার কত যে আপন।

দেখা না দিলে বন্ধু কথা কইও না।
দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না।

বারো মাসে বারো ফুল রে,
ফুইট্টা থাকে ডালে রে।
এই পন্থে আইসে নাগর,
পড়তি সন্ধ্যা কালে রে।
কোন বা দেশে থাকে ভোমরা,
কোন বাগানে বসে।
কোন বা ফুলের মধু খাইতে,
উইড়া উইড়া আসে।
দেখিতে সোনার নাগর গো,
চান্দেরও সমান।
দেখিতে সোনার নাগর গো,
চান্দেরও সমান।।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url