তুমি আমার নও তো সুখ তুমি সুখের বেদনা

আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি বেশি প্রকাশ করি কম


তুমি আমার নও তো সুখ

তুমি সুখের বেদনা

সব স্বপ্নের রঙ হয় না তো

বেদনার মতো নয় রঙা

জীবনের সব কথা নয়

আমি জীবনটাকে বলতে চাই

হয়তো দু'বাক্য নয়

সে তো ভালোবাসার কাব্য কয়


আমি কবি নই

তবু কাব্যের ভাষায় বলবো আজ

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই


তুমি বললে আজ দু'জনে

নীল রঙা বৃষ্টিতে ভিজবো

রোদেলা দুপুরে একসাথে

নতুন সুরে গান গাইবো

শেষ বিকেলের ছায়ায় নীল

আকাশের বুকে আমি

লাল রঙা স্বপ্ন আঁকবো


আমি কবি নই

তবু কাব্যের ভাষায় বলবো আজ

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই


তুমি বললে আজ দু'জনে

সাতরঙা প্রজাপতি ধরবো

নোনা বালিচরেতে একসাথে

আকাশের সমুদ্রস্নান দেখবো

গোধূলির আলো-আঁধারিতে ঊর্মির সাথে দুজনা

নীলের বুকে আজ হারাবো


আমি কবি নই

তবু কাব্যের ভাষায় বলবো আজ

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url