পথিক নবী'র টপ টেন গানের লিরিক
আমার একটা নদী ছিল লিরিক্স
নদীর জল ছিল না...
হো... হো... নদী...
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে
এখন আমি সাঁতার কাটি
সাঁতার ভোলা কেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা...
বাঁক ছিল তার শাখে শাখে
হো... হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে
বাঁক ছিল তার শাখে শাখে
হো... হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে
বাঁকে বাঁকে জমলো মেলা
ও সে বাঁকে বাঁকে জমলো মেলা
মেলার ভীড়ে একলা একা
সুজন হারা কেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
নদীর জল ছিলনা...
হো... ও... হো... ও...
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
ছেড়া পলিথিন লিরিক
আমার আমি নাই রে
আমার আমি নাই
ছেড়া পলিথিনের মত হাউয়ায় হাউয়ায় উড়ি
বাদামের খোসার মতো পার্কে পরে থাকি
ওরে কে আমকে খেদে দেয়ে ফেলে রেখেছে
আমার আমি নাইরে
আমার আমি নাই
আমি যেন সিগারেটের শূন্য প্যাকেট রে
আমি যেন সিগারেটের শূন্য প্যাকেট রে
ও রে কে আমাকে খেয়ে দেয়ে ফেলে রেখেছে
আমার আমি নাই রে
আমার আমি নাই
আমি স্ত্রী বিহীন সেই স্বামীর বাসর রাত্রি রে
আমি স্ত্রী বিহীন সেই স্বামীর বাসর রাত্রি রে
ও রে কে আমাকে খেয়ে দেয়ে ফেলে রেখেছে
আমার আমি নাই রে
আমার আমি নাই
আমি যেন বাবার মতো রিটায়ার্ড রে
আমি যেন বাবার মতো রিটায়ার্ড রে
ও রে কে আমাকে খেয়ে দেয়ে ফেলে রেখেছে
আমার আমি নাই রে
আমার আমি নাই
ও রে কে আমাকে খেয়ে দেয়ে ফেলে রেখেছে
আমার আমি নাই রে
আমার আমি নাই
অচেনা পথিক লিরিক
তারা ভরা রাত
মন ছুঁয়ে জল
জোনাকির কোলাহলে
অচেনা পথিক কোথা যাবি চল
অনেক দূর, বহুদূর যাবার কথা
যেতে হবে যেন সব ভুলে, কোন দূ:খ নেই
অচেনা পথিক যাও যাও
পা পসকালেই শুধু হয়
গল্পের শেষ নেমে যাবে
সাবধানে প্রতি ধাপ বন্ধু
ওরা এক্ষুনি এসে যাবে
চল এগিয়ে চল্ চল্
চল এগিয়ে চল্ চল্
চল এগিয়ে চল
কে আমাকে ভালবাসিবে লিরিক্স
কে আমাকে ভালবাসিবে
কে জানাবে শেষ বিদায়
আমি কাউকে ডাকিনাই
আমিতো কাউকে শুধাই নাই
স্বপ্ন রেখে গল্প রেখে
আমি যাই চলে, আমি যাই
আমার ছিড়েছে পাল, ভেঙ্গেছে বৈঠা
খবর রাখি নাই
আমি তো আমাকে জানি নাই
আমি তো আমাকে বুঝি নাই
কে আমাকে পাড় করিবে
উতল দরিয়ায়
আমি তো সাঁতার শিখি নাই
আমি তো ভালবাসি নাই
অন্ধকারের বাসা-বাড়ি
আমার ভিতরটাই
আমি আলো জ্বালি নাই
আমি পথ চিনি নাই
চক্ষু নিয়াও অন্ধ আমি
কিছুই দেখিনাই
আমি তো কিছুই জানি নাই
আমি তো কাউকে শুধাই নাই
সোনার জমিন পড়িয়া রইল
আবাদ করি নাই
আমি তো আমাকে চাষি নাই
আমি তো ভালবাসি নাই
আমি তো……
নিশি কালো মেঘ দেখে লিরিক
নিশি কলো মেঘ দেখে বলিসনে তুই
চরবি না মোর ডিঙ্গি নায়ে..
নিশি কলো মেঘ দেখে বলিসনে তুই
চরবি না মোর ডিঙ্গি নায়ে।
আমার চোখে নেশা ধরেছে
তোর চোখে চোখ রাখার পরে।
নিশি কালো মেঘ দেখে বলিসনে তুই
চরবি না মোর ডিঙ্গি নায়ে...
নিশি কলো মেঘ দেখে বলিসনে তুই
চরবি না মোর ডিঙ্গি নায়ে।
আমার চোখে নেশা ধরছে
তোর চোখে চোখ রাখার পরে।
নিশি কলো মেঘ দেখে বলিসনে তুই
চরবি না মোর ডিঙ্গি নায়ে।
সজনের গর্জনে ভয় করিস নে
প্রয়োজনে মরবো দুজনে এক সনে।
সজনের গর্জনে ভয় করিস নে
প্রয়োজনে মরবো দুজনে এক সনে।
মুরুর বুকে ফুল ফুটেছে
তোর মিষ্টি ছোয়ার পরে।
নিশি কলো মেঘ দেখে বলিসনে তুই
চরবি না মোর ডিঙ্গি নায়ে।
ঝড়ে আর তুফানে তুই কাদিস নে
সামলে নিবো সব এই পরাণে।
ঝরে আর তুফানে তুই কাদিস নে
সামলে নিবো সব এই পরাণে।
আমার মনে আগুন ধরেছে
তোরে চোখে জল দেখারী পরে।
নিশি কলো মেঘ দেখে বলিসনে তুই
চরবি না মোর ডিঙ্গি নায়ে..
নিশি কলো মেঘ দেখে বলিসনে তুই
চরবি না মোর ডিঙ্গি নায়ে..
আমার চোখে নেশা ধরেছে
তোর চোখে চোখ রাখারী পরে।
নিশি কলো মেঘ দেখে বলিসনে তুই
চরবি না মোর ডিঙ্গি নায়ে...
ভাঙ্গা পাড়ে উদলারে দেউড়ী লিরিক
ভাঙ্গা পাড়ে উদলারে দেউড়ী, মেঘলা নীল অন্তর
বুকের ভেতর খাঁ খাঁ করে দগ্ধ তেপান্তর।
অরূপ চাষী লাঙ্গল চালায় বুকেরও উপর,
অনাবাদী বালুরও বনে তুলিব বাসন।
বীজ বুনেছি, ঢেলেছি জল মরুরও উপর,
হারায়েছি যে ধন তাহার, না রাখি খবর।
মাক্ষি গিড়া গরম ত্যাল মে লিরিক্স
মাক্ষি গিড়া গরম ত্যাল মে
ও এ্যায়সা রেহনা পারেঙ্গা সেন্ট্রাল জেল মে
আকাম আমি করছি বলে আমায় দিলো জেলে
জেল দেহি আকামের কাম ঠেলে মেডের চালে
য্যায়সা
মাক্ষি গিড়া গরম ত্যাল মে
ও এ্যায়সা রেহনা পারেঙ্গা সেন্ট্রাল জেল মে
উকিল আমার নানা শ্বশুড় ডিপি মোদের দুলা
ছেড়ে দে জেল দারোগা জেলের বড় জ্বালা য্যায়সা
মাক্ষি গিড়া গরম ত্যাল ম্যা
ও এ্যায়সা রেহনা পারেঙ্গা সেন্ট্রাল জেল মে ...
ব্যাডা কঠিন শয়তান টাকা কম্বল রাখে ...
একটাও পায়না শীতে বইসা কান্দে য্যায়সা
মাক্ষি গিড়া গরম ত্যাল মে ও
এ্যায়সা রেহনা পারেঙ্গা সেন্ট্রাল জেল মে
চার দেয়ালে নয় কয়েদী আমিতো একেলা
পুলিশ মামায় ডিউটি করে জানে জেলের জ্বালা য্যায়সা
মাক্ষি গিড়া গরম ত্যাল মে
ও এ্যায়সা রেহনা পারেঙ্গা সেন্ট্রাল জেল মে
জেলখানার সঙ্গী সাথি ঘটি বাটি কম্বল
মা বা বউ বাচ্চা কেই নাই নিজেই নিজের সম্বল য্যায়সা
মাক্ষি গিড়া গরম ত্যাল মে ও
এ্যায়সা রেহনা পারেঙ্গা সেন্ট্রাল জেল মে।
আমার পৃথিবী আমার মত নয় লিরিক
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী আমার মত নয়
তাই ভয় হয়
তাই ভয় হয়
তোমার কোলে মাথা রেখে
ঘুম ঘুম খেলা
ঘুম ঘুম খেলা
ঘুম ঘুম খেলা
হয় কিনা হয়
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী
তোমায় পেয়ে
আমি হারিয়ে গেলাম
আমার পৃথিবী
তোমার পেয়ে
আমি হারিয়ে গেলাম
আমার জীবন আমার গান
আমার জীবন আমার গান
সে তো সবটুকুই তোমার কিছু
আমার আমার বলে কিছু নাই নাই নাই
আমার পৃথিবী
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী আমার মত নয়
কেন নয় বল তো
কেন নয় বল তো
বোঝ তো জান কি?
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী আমার মত নয়
তাই ভয় হয়
তাই ভয় হয়
তোমার কোলে মাথা রেখে
ঘুম ঘুম খেলা
ঘুম ঘুম খেলা
ঘুম ঘুম খেলা
ঘুম ঘুম খেলা
ঘুম ঘুম খেলা
আর হয় কিনা হয়
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী আমার মত নয়
তোমায় পেয়ে
আমি হারিয়ে গেলাম
আমার পৃথিবী আমার মত নয়
আমার পৃথিবী আমার মত নয়
আহ পৃথিবী রে…
তিন পাগলে হইল মেলা লিরিক্স
তিন পাগলে হইল মেলা নইদে এসে
ওরে মন নইদে এসে
তোরা কেউ যাইসনে ও পাগলের কাছে
একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢইলে ধূলার মাঝে
ওরে মন ধূলার মাঝে
তোরা কেউ যাইসনে ও পাগলের কাছে
একটা নারকোলের মালা
তাতে জল তোলা ফেলা করম দোষে
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে
ওরে মন বুঝবি শেষে
তোরা কেউ যাইসনে ও পাগলের কাছে
পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন হয় তরাইসে
চৈতেনিতে অদয় পাগল নাম ধরে সে
ওরে মন নাম ধরে সে
তোরা কেউ যাইসনে ও পাগলের কাছে
প্রেমহারা প্রেমি লিরিক
ঘর ভরা দুঃখ আমার অন্তর ভরা সুখ
দুঃখ আমায় যতই কাদায় স্বপ্ন দেখায় তোমার মুখ।
ঘর ভরা দুঃখ আমার অন্তর ভরা সুখ
দুঃখ আমায় যতই কাদায় স্বপ্ন দেখায় তোমার মুখ।
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ সবার ভীড়ে কোথায় যে তুমি।
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ একা একা কোথায় যে তুমি।
মন ভরা মনের কথা মনেতে গোপন
হয়নি বলা হচ্ছেনা করে এখন না তখন
মন ভরা মনের কথা মনেতে গোপন
হয়নি বলা হচ্ছেনা করে এখন না তখন
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ সবার ভীড়ে কোথায় যে তুমি।
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ একা একা কোথায় যে তুমি।
প্রেম কে আমি প্রেমই জানি কেউ তো জানে না
জানলে প্রেম আমার সাথে করত না তা না না না।
প্রেম কে আমি প্রেমই জানি কেউ তো জানে না
জানলে প্রেম আমার সাথে করত না তা না না না।
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ সবার ভীড়ে কোথায় যে তুমি।
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ একা একা কোথায় যে তুমি।
ঘর ভরা দু:খ আমার অন্তর ভরা সুখ
দু:খ আমায় যতই কাদায় স্বপ্ন দেখায় তোমার মুখ।
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ সবার ভীড়ে কোথায় যে তুমি।
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ একা একা কোথায় যে তুমি।
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ সবার ভীড়ে কোথায় যে তুমি।
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ একা একা কোথায় যে তুমি।
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ সবার ভীড়ে কোথায় যে তুমি।
প্রেম ভরা প্রেমিক আমি
চলছি পথ একা একা কোথায় যে তুমি।