তাহসান বেস্ট ফোর লিরিক

ফিরে এসো - তাহসান

জানলে না যে কখনও
কি ব্যথা এ বুকে লুকনো
পারছি না তো বোঝাতে
শূন্য এই পাঁজরে
ছিলে তো আদরে

ফিরে এসো আবার দূরে থাকা ফুরোলে
ভালবেসো আমায় ব্যথা গুলো জুড়োলে
জানলে না যে কখনও
কি ব্যথা এ বুকে লুকনো

বাতাসে যা আসে
ডানা ভাঙ্গা স্মৃতি জানি
আগুনে ফাগুনে
কেন তুমি অভিমানী
কত যে আশা কি যে পিপাশা এই বুকে
ভুলে কি রবে তুমি নিরবে কি সুখে

ফিরে এসো আবার দূরে থাকা ফুরোলে
ভালবেসো আমায় ব্যথা গুলো জুড়োলে
জানলে না যে কখনও
কি ব্যথা এ বুকে লুকনো

আলো তে কালো তে
আজও আমি বাসি ভালো
ছায়া তে মায়াতে
কেন করো অগোছালো

কত যে আশা কি যে পিপাশা এই বুকে
ভুলে কি রবে তুমি নিরবে কি সুখে

ফিরে এসো আবার দূরে থাকা ফুরোলে
ভালবেসো আমায় ব্যথা গুলো জুড়োলে।



ফিরে এসো আবার দূরে থাকা ফুরোলে


রূপকথা তুই তো আমারি - তাহসান ও শ্রাবন্তী

লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে,
লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে।
লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে,
লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে।

কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,
লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।

তুই আমার জীবন,
তুই ছাড়া মরণ,
তুই যে আমারই
সাত রাজারও ধন। - (২ বার)

কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,
লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।

তুই চাঁদের কণা - তুই ছানা বোনা,
তুই যে আমারই - সব সুখেরই ঘর।
তুই চাঁদের কণা - তুই ছানা বোনা,
তুই যে আমারই - সব সুখেরই ঘর।

কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,
লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি। - (২ বার )





অসাধারণ লিরিক্স - তাহসান

অর্থ-বিত্ত আর প্রাচুর্য, যশ-খ্যাতি
ওরা দিতে পারে কি সুখ তোমায়?
বড় নিষ্ঠুর ওরা....

সুখ আছে তোমার খুব কাছে, চারিপাশে
চোখটা মেলে দেখোনা সব হারাবার আগে
মায়ের দোয়া, বাবার আদর
প্রেমের স্মৃতি, বন্ধুদের সাথে আড্ডায়
নিজের মাঝে সাফল্যের চাবিকাঠি
এতটুকুই শুধু চাই, সুখে থাকার মন্ত্র জানি।

সবার চোখে তুমি বড় হতে চাও
সবাই কি চায় বোঝনা
যদি নিজের চোখে তুমি নিজেকে গড়
পাবে প্রকৃত ঠিকানা

সুখ আছে তোমার খুব কাছে, চারিপাশে
চোখটা মেলে দেখোনা সব হারাবার আগে
মায়ের দোয়া, বাবার আদর
প্রেমের স্মৃতি, বন্ধুদের সাথে আড্ডায়
নিজের মাঝে সাফল্যের চাবিকাঠি
এতটুকুই শুধু চাই, সুখে থাকার মন্ত্র জানি।

 

আবদ্ধ রবো না লিরিক্স - তাহসান & নুসরাত তিশা

আবদ্ধ রবো না, দূরত্ব হবে না
প্রেমরং কল্পনা, এ তো আবেগের গল্প না!
শত হাজারও বার তত সহস্রবার
এবং আবারও আবার আমি তোমার
আমি শুধু তোমার।

প্রেমের আসমানে আমি চাঁদ যদি জোছনা হারাই
তুমি সূর্যালো হয়ে আমায় ছুঁয়ো
তবু হাত দিও না,
শত হাজারও বার তত সহস্রবার
এবং আবারও আবার আমি তোমার
আমি শুধুই তোমার।

উদাস বিকালে (আমি) রংতুলি যদি গোধূলী হারাই
তুমি রংধনু হয়ে আমায় চেয়ো,
তবে আমি যাব না…
শত হাজারও বার তত সহস্রবার
এবং আবারও আবার আমি তোমার
আমি শুধুই তোমার।...




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url