আয়নাতে ঐ মুখ দেখবে যখন - সুবীর নন্দী
সুবীর নন্দীর "আয়নাতে ঐ মুখ দেখবে যখন" গানটি বাংলা সঙ্গীতের ইতিহাসে একটি চিরস্মরণীয় নাম। এই গানটি সুবীর নন্দীর একক সঙ্গীত জীবনের অন্যতম সফল এবং জনপ্রিয় সৃষ্টি। এর মাধ্যমে তিনি লক্ষ লক্ষ শ্রোতার হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।


আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।
কি বলছেন আপনি?
বুঝতে পারছো না?
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।
কিছু বলছো না যে?
কি বলবো?
জানি না এখন তুমি কার কথা ভাবছো?
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো!
তুমি কি তারে ভালোবাসবে?
ধরা যদি দেয় সে এক পলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু'হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।
আয়নাতে ঐ মুখ দেখবে যখন।
আরো দেখুনঃ তোমাকে লেগেছে এতো যে ভালো
Ainate oi mukh dekhbe jokhon বাংলিশ লিরিক্স
Ainate oi mukh dekhbe jokhon
Kopoler kalo til porbe chokhe
Futbe jokhon ful bokul shakhe
Bhromor je eshechhilo janbe loke.
Ki bolchhen apni?
Bujte parcho na?
Monti tomar keno duruduru kampche
Moner manush ki go chena chena lagche
Tumi ki tare kache dakbe
Hridoyer kache se roy oloke
Hothat jokhon tumi dekhbe take
Shorome noyon ki go rakhbe dheke.
Kichu bolcho na je?
Ki bolbo?
Jani na ekon tumi kar kotha bhabcho
Anmone kar chhobi chupi chupi ankcho
Tumi ki tare bhalobashbe
Dhora jodi dey se ek poloke
Dekhbe jokhon tare obak chokhe
Du'hate noyon ki go rakhbe dheke.
Ainate oi mukh dekhbe jokhon
আরও পড়ুনঃ পৃথিবীতে প্রেম বলে কিছু নেই