একা একা লাগে তুমি বিহনে - পরশী
একা একা লাগে তুমি বিহনে,
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
একা একা লাগে তুমি বিহনে,
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
ভুল বুঝে ভুল করে মনটাকে ভেঙ্গে চুড়ে,
পারবে কি ছেড়ে যেতে তুমি কভু দূরে।
ভুল বুঝে ভুল করে মনটাকে ভেঙ্গে চুড়ে,
পারবে কি ছেড়ে যেতে তুমি কভু দূরে।
যায় যদি যাক না সময় যেওনা তুমি অকারণে,
বাসবভাল যে আমি তোমাকে মনে প্রাণে।
বড় একা একা লাগে তুমি বিহণে,
বড় শুন্য শুন্য লাগে তোমার কারণে।
বড় একা একা লাগে তুমি বিহণে,
বড় শুন্য শুন্য লাগে তোমার কারণে।
আআআ...
কার ছোয়াতে কার মায়াতে পৃথিবীটা সুন্দর লাগে,
হয়নি কখনো আমার তোমায় কাছে পাবার আগে।
কার ছোয়াতে কার মায়াতে পৃথিবীটা সুন্দর লাগে,
হয়নি কখনো আমার তোমায় কাছে পাবার আগে।
যায় যদি যাক না সময় যেওনা তুমি অকারণে,
বাসবভাল যে আমি তোমাকে মনে প্রাণে।
বড় একা একা লাগে তুমি বিহণে,
বড় শুন্য শুন্য লাগে তোমার কারণে।
বড় একা একা লাগে তুমি বিহণে,
বড় শুন্য শুন্য লাগে তোমার কারণে।
সূর্য যেমন তার'ই আলোয় রাঙালো চাঁদয়ের ভুবন,
স্পর্শ তোমার দিনের আলোয়, আমার সারাটা জীবন।
সূর্য যেমন তার'ই আলোয় রাঙালো চাঁদয়ের ভুবন,
স্পর্শ তোমার দিনের আলোয় আমার সারাটা জীবন।
যায় যদি যাক না সময় যেওনা তুমি অকারণে,
বাসবভাল যে আমি তোমাকে মনে প্রাণে।
একা একা লাগে তুমি বিহণে,
বড় শুন্য শুন্য লাগে তোমার কারণে।
বড় একা একা লাগে তুমি বিহণে,
বড় শুন্য শুন্য লাগে তোমার কারণে।
ভুল বুঝে ভুল করে মনটাকে ভেঙ্গে চুড়ে,
পারবে কি ছেড়ে যেতে তুমি কভু দূরে।
ভুল বুঝে ভুল করে মনটাকে ভেঙ্গে চুড়ে,
পারবে কি ছেড়ে যেতে তুমি কভু দূরে।
যায় যদি যাক না সময় যেওনা তুমি অকারণে,
বাসবভাল যে আমি তোমাকে মনে প্রাণে।
বড় একা একা লাগে তুমি বিহনে,
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
বড় একা একা লাগে তুমি বিহনে,
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
বড় একা একা লাগে তুমি বিহনে,
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
বড় একা একা লাগে তুমি বিহনে,
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে...।