বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে - আগুন ও সাবিনা ইয়াসমিন


বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে
ফিরে যাবো না আজকে ঘরে

বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে
ফিরে যাবো না আজকে ঘরে
বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে।

ভেজা শাড়িতে লজ্জা করে
বুকের ভেতরে করে টিপ, টিপ

টিপ.... টিপ.... টিপ....
টিপ.... টিপ.... টিপ....
টিপ.... টিপ.... টিপ... বৃষ্টি পড়ে টিপ টিপ

বৃষ্টিরে বৃষ্টি আইনা জোরে
বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে।

লজ্জাবতী, পাতার মতো
ছুইলে কেন গুটিয়ে যাও

তুমি কেন, পাগল এতো
যখন তখন জড়াতে চাও

এখন যেতে দাও দাওনা বিদায়
এই মন তোমাকে ছাড়তে না চায়।

বুকের ভেতরে করে টিপ টিপ
টিপ.... টিপ.... টিপ....
টিপ.... টিপ.... টিপ....

টিপ... টিপ... টিপ বৃষ্টি পড়ে টিপ টিপ
বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে
বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে।

লালা লালা লালা
ওহো হু ওহো হু হু

কাছে এসো, আরো কাছে
তুমি আরো আপন হও

সময় হলে, আসবো কাছে
এখন তুমি দুরেতে রও

গাছে ফুটেছে বাসরও ফুল
এমন নিলাজ হয়ে করো না ভুল

বুকের ভেতরে করে টিপ টিপ
টিপ.... টিপ.... টিপ....
টিপ.... টিপ.... টিপ....
টিপ... টিপ... টিপ বৃষ্টি পড়ে টিপ টিপ

বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে
ফিরে যাবো না আজকে ঘরে
বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে।

ভেজা শাড়িতে লজ্জা করে
বুকের ভেতরে করে টিপ টিপ

টিপ.... টিপ.... টিপ....
টিপ.... টিপ.... টিপ....
টিপ... টিপ... টিপ বিষ্টি পড়ে টিপ টিপ

বিষ্টিরে বিষ্টি আয়না জুড়ে
বিষ্টিরে বিষ্টি থেমে যারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url