ঢেউ বুঝি না তর - শাহিদ বেলাল

তর মন গাঙ্গের মাঝি আমি ঢেউ বুঝি না তর।

তুই বিহনে দিন বুঝিনা রাত কেটে হয় ভোর।

তর মন গাঙ্গের মাঝি আমি ঢেউ বুঝিনা তর।

তুই বিহনে দিন বুঝিনা রাত কেটে হয় ভোর।


তর মনের নদীর নাইরে কিনার নৌকা ডোবা ঢেউ।

এমন ভালো কসম তরে বাসবে না আর কেউ।

তর মন গাঙ্গের মাঝি আমি ঢেউ বুঝি না তর।

তুই বিহনে দিন বুঝিনা রাত কেটে হয় ভোর।

একূল জোয়ার ঐ কূলে তর কিনার জোয়ার ভাটা।

বুঝলি না তুই সাদা দিল রসিক সাদামাটা।

তর মনের নদীর নাইরে কিনার নৌকা ডোবা ঢেউ।


এমন ভালো কসম তরে বাসবে না আর কেউ।

তর মন গাঙ্গের মাঝি আমি ঢেউ বুঝিনা তর।

তুই বিহনে দিন বুঝিনা রাত কেটে হয় ভোর।


ও এই পার ভাঙ্গে ঐ পার গড়ে নদীর কি আসে যায়।

যার ভিটা যায় সেই তো কান্দে পইড়া নদীর কিনারায়।

ও এই পার ভাঙ্গে ঐ পার গড়ে নদীর কি আসে যায়।

যার ভিটা যায় সেই তো কান্দে পইড়া নদীর কিনারায়।


তর মনের নদীর নাইরে কিনার নৌকা ডোবা ঢেউ।

এমন ভালো কসম তরে বাসবে না আর কেউ।

তর মন গাঙ্গের মাঝি আমি ঢেউ বুঝিনা তর।

তুই বিহনে দিন বুঝিনা রাত কেটে হয় ভোর।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url