অল্প অল্প করে জীবনের গল্প - সৈয়দ আবদুল হাদী, মনির খান ও আবিদা সুলতানা

অল্প অল্প করে জীবনের গল্প - সৈয়দ আবদুল হাদী, মনির খান ও আবিদা সুলতানা

অল্প অল্প করে জীবনের গল্প,

থরে থরে সাজানো তো থাকবেই।

কখনও সূর্য–দিন, কখনও চন্দ্র–রাত,

কখনও গ্রহণ তো লাগবেই।

অল্প অল্প করে জীবনের গল্প,

থরে থরে সাজানো তো থাকবেই।


গল্পের প্রথম পাতায়, 

লেখা আছে দুজনার নাম।

কী করে দুজনে কাছে আসলাম।


গল্পের দ্বিতীয় পাতায়,

চোখে চোখে রাখা শুধু চোখ।

সোহাগে আদরে ভরেছে এ বুক।

তারপর, তারপর শাখা–প্রশাখা,

সেখানেও রয়েছে লেখা।

তোমাদের আসা আছে যাওয়া শুধু নেই।

অল্প অল্প করে জীবনের গল্প,

থরে থরে সাজানো তো থাকবেই।


গল্পের মাঝে পাতায়,

বাধা হলো স্বপ্নের ঘর।

আপনার হয়েছে যে ছিল পর।


গল্পের শেষের পাতায়,

অবিরাম গানেরই রেশ।


শেষটায় এসেও হয় না শেষ।

তারপর, তারপর দেখা–অদেখা,

সেখানেও রয়েছে লেখা।

একটি ছাদের নিচে রবো এভাবেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url