যত চাও বাধিতে - ইশান মিত্র
যত চাও বাধিতে
বাঁধা যে পরে না
সময়ের আয়না ছাড়েনা ছাড়েনা
কেন বুঝেনা কেউ চলে যায়
তবু যায়না যায় না
কেউ থেকে যায়
তবুও থাকে না
কেউ চলে যায় কেন বুঝে না
বাঁধন্ ছিড়ে যায়
মায়া তবু পরে থাকে
আলো নিয়ে চলে যায়
আমায় পাথর করে
বাঁধা যে পরে না
সময়ের আয়না ছাড়েনা ছাড়েনা
কেন বুঝেনা কেউ চলে যায়
তবু যায়না যায় না
কেউ থেকে যায়
তবুও থাকে না
কেউ চলে যায় কেন বুঝে না
বাঁধন্ ছিড়ে যায়
মায়া তবু পরে থাকে
আলো নিয়ে চলে যায়
আমায় পাথর করে