এক হৃদয়হীনার কাছে - রফিকুল আলম

এক হৃদয়হীনার কাছে
হৃদয়ের দাম কী আছে
সে আছে নিজকে নিয়ে
আমি তো আপন দোষে
পেলাম শুধু অথৈ যন্ত্রণা

সে তো যাবে চলে
সবই যাবে ভুলে
নিঠুর সে সজনী
আমি যাব কেঁদে
তারেই সেধে সেধে
জেগে শুধু রজনী
নীরবে নীরবে

হৃদয় দেয়া ছলে
হৃদয় গেছে দলে
আমি তো মরেছি
পাথর ভালবেসে
চোখে অবশেষে
নদীকে ধরেছি
মরেছি মরমে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url