কি হবে - তাহসান ও দোলা

কি হবে যদি আমি না থাকি
তোমার পথচলা হবে শূন্য একাকী! 
আমি জানি সে ব্যথা, তাই যাব না দূরে
বারেবার থাকি ঘিরে তাই তোমারই হয়ে।

আমার সকল সুখের মানে শুধুই তুমি
বেঁচে থাকারও ইচ্ছেটাও শুধুই তুমি।
যাও যদি ভুলে ভিড় কোলাহলে
রাখবো আগলে,
হারাতে দেব না কখনো তোমায়
চোখের আড়ালে।

আধোআলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
আমি থাকবো জড়িয়ে মায়ায়।
আধো আলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
তুমি রেখো জড়িয়ে আমায়।

তুমি ভাসিয়ে নিও শীতল হাওয়ায়
যদি পুড়ি তপ্ত বেদনায়।
ভাবতে পারিনি অন্য কিছু আর
যখন এ মন দিয়েছি তোমায়।

আমি জানি সে কথা, তাই যাব না দূরে
বারেবারে থাকি ঘিরে তাই তোমারই হয়ে।

আমার সকল সুখের মানে শুধুই তুমি
বেঁচে থাকারও ইচ্ছেটাও শুধুই তুমি।
যাও যদি ভুলে ভিড় কোলাহলে
রাখবো আগলে,
হারাতে দেব না কখনো তোমায়
চোখের আড়ালে।

আধো আলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
আমি থাকবো জড়িয়ে মায়ায়।
আধো আলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
তুমি রেখো জড়িয়ে আমায়।

শুধু বাড়িয়ে রেখ হাতটা তোমার,
এইতো আছে একান্ত ভরষার।
দেখবো বলেই অদেখা দুজনার
জীবন মরণ করেছি তোমার।

আমি জানি সে কথা, তাই যাব না দূরে
বারেবারে থাকি ঘিরে তাই তোমারই হয়ে।

আমার সকল সুখের মানে শুধুই তুমি
বেঁচে থাকারও ইচ্ছেটাও শুধুই তুমি।
যাও যদি ভুলে ভিড় কোলাহলে
রাখব আগলে,
হারাতে দেব না কখনো তোমায়
চোখের আড়ালে।

আধো আলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
আমি থাকবো জড়িয়ে মায়ায়।
আধো আলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
তুমি রেখ জড়িয়ে আমায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url