বাচ্চুর মৃত্যুতে ফেসবুকের টাইমলাইনে শোকের ছায়া
আইয়ুব বাচ্চুকে নিয়ে তাঁর ভক্তকুলের ফেসবুক টাইমলাইনে নেমে এসেছে শোকের ছায়া। ছবি : সিভয়েস
আইয়ুব বাচ্চুর অনেক কালজয়ী গানের মধ্যে যে গানটি আজ ভক্তদের হৃদয়ে বাজে সেটি হলো ‘ এই রুপালি গিটার ছেড়ে একদিন চলে যাব দুরে বহু দুরে’। গানের প্রতিটি শব্দই আজ বাস্তবে রুপ নিয়েছে। বৃহষ্পতিবার সকাল থেকেই তার প্রিয় রুপালি গিটার ছেড়ে তিনি চলে গেছেন বহু দূরে। যেখান থেকে ফেরা আর কখনোই হবেনা।
আইয়ুব বাচ্চুর অকালে চলে যাওয়া তার ভক্তকুলের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিড ছেয়ে গেছে তার ছবি আর শোকের পদাবলীতে। হাজারো গানগুলোর মাঝে যে গানগুলো ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে সেসব গানের লাইন দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন ভক্তরা। অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন রক সঙ্গীতের কিংবদন্তী এই শিল্পীর মহাপ্রস্থানে।
সঙ্গীতশিল্পী শেখ মহসিন তার ফেসবুক আইডিতে লিখেছেন ‘এতো তাড়াতাড়ি কি যাওয়ার কথা ছিল...? এই অকালে চলে যাওয়াটা অনেক কষ্টের, অনেক কষ্টের... ওপারে ভালো থাকবেন।’
আরিফ হোসেন নামের এক ভক্ত তার ফেসবুক আইডির ওয়ালে লিখেছেন ‘মাত্র চারদিন আগেই জিএসি কনভেনশনে উনার স্টেজ পারফরমেন্স দেখে আসলাম!! যার গিটারের সুরে গানের গলায় হাজার হাজার মানুষ কদিন আগেও গলা মিলিয়েছে আজ তিনিই নিঃশব্দ... চিরদিনের জন্যে নীরব হয়ে গেলেন...’
সাব্বির শেখ তার ফেসবুক ওয়ালে লিখেছেন ‘ছোটবেলা থেকে উনার গান শুনতে শুনতে বড় হয়েছি, সবাইকেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে একদিন, ভাবতে অবাক লাগছে মানুষটা আজ আর নেই , আল্লাহ উনার গুনাহ মাফ করে দিয়ে বেহেশত নসিব করুন।’ তারেক আজিজ লিখেছেন, হাসতে দেখো গাইতে দেখো; অনেক কথায় মুখর আমায় দেখো, দেখোনা কেউ হাসি শেষে নিরবতা!
শেষবারের জন্য নিরব হয়ে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু। পৃথিবীর নিয়ম মেনে সবাইকে একদিন এভাবেই নিরব হয়ে যেতে হবে। ফিরে যেতে হবে আপন ঠিকানায়...’
সাজ্জাদ হোসেন লিখেছেন, ‘দেখো না কেউ হাসি শেষে আমার নীরবতা। চিরদিনের জন্য নীরব হয়ে গেলেন, ভালো থাকবেন, আমরা আপনারই লোক। ছোটবেলা থেকে ব্যান্ড মানে জানতাম এলআরবি, নগরবাউল আর কিছু বুজতাম না। ওপারে ভালো থাকবেন ছোটবেলার হিরো।’
ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর অকাল মৃত্যুতে দেশের সাংস্কৃতিকাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সঙ্গীত, অভিনয় সহ সকল সেক্টরের সাথে জড়িত তারকারা তাদের ফেসবুক ও টুইটার আইডিতে প্রিয় তারকার মৃত্যুতে শোকগাঁথা নিয়ে স্ট্যাটাস দিতে দেখা গেছে।
COLLECTED