তুমি ভালই আছো জেনে গেছে মন - আসিফ আকবর
বুক পকেটের একটা বোতাম
একটা সুতো ছিড়েই গেছে
সস্তা মোড়ের চায়ের দোকান
একটা চুমুক পড়েই আছে.... (২বার )
আলসে বেলা চোখের পাড়ে
একটা দুপুর রোদে হাসে
হাসে তোমার মন
আমার আর কিছু নেই প্রয়োজন
তুমি ভালই আছ
জেনে গেছে মন... (২বার )
আমার আর কিছু নেই প্রয়োজন
তুমি ভালই আছ
জেনে গেছে মন... (২বার )
সারি সারি ভাবনা প্রতিদিন আসে যায়,
যায় না তবু কারো বায়না।
ভালবাসা পুরোটাই এভাবেই ছয় নয়,
বদলেছে কে কবে বল না।
বলতে গেলেই মাথার পাশে
একটা বালিশ পড়েই আছে,
আছে তোমার মন।
আমার আর কিছু নেই প্রয়োজন
তুমি ভালই আছ
জেনে গেছে মন।
আমার আর কিছু নেই প্রয়োজন
তুমি ভালই আছ
জেনে গেছে মন। (২বার )
একটা সুতো ছিড়েই গেছে
সস্তা মোড়ের চায়ের দোকান
একটা চুমুক পড়েই আছে.... (২বার )
আলসে বেলা চোখের পাড়ে
একটা দুপুর রোদে হাসে
হাসে তোমার মন
আমার আর কিছু নেই প্রয়োজন
তুমি ভালই আছ
জেনে গেছে মন... (২বার )
আমার আর কিছু নেই প্রয়োজন
তুমি ভালই আছ
জেনে গেছে মন... (২বার )
সারি সারি ভাবনা প্রতিদিন আসে যায়,
যায় না তবু কারো বায়না।
ভালবাসা পুরোটাই এভাবেই ছয় নয়,
বদলেছে কে কবে বল না।
বলতে গেলেই মাথার পাশে
একটা বালিশ পড়েই আছে,
আছে তোমার মন।
আমার আর কিছু নেই প্রয়োজন
তুমি ভালই আছ
জেনে গেছে মন।
আমার আর কিছু নেই প্রয়োজন
তুমি ভালই আছ
জেনে গেছে মন। (২বার )