কোন আসমানে থাক তুমি ওগো সোনার চাঁন
কোন আসমানে থাক তুমি ওগো সোনার চাঁন ,
না দেখিলে একবার তুমায় জুড়ায় না পরান ,
কান্চা সোনায় অঙ্গ তুমার চান্দ মুখের হাসি .
পাগল ও বানাইছে আমায় করিয়াছে উদাসী ,
হওয়ার মাজে বাসিয়া বেড়ায় তোমার চুলের গ্রান,
না দেখিলে একবার তুমায় জুড়ায় না পরান .
মানবী না পরি জানতে ইচ্হে করে
আন্ধার ঘরে থাকলে তুমি জুসনা ঝরে পরে
না দেখিলে একবার তুমায় জুড়ায় না পরান