প্রিয় অভিমান - ইমরান
নিজের মতো ভাল থেকো,
ছেড়ে দিলাম পিছুটান।
বাঁচবো না হয় সারাজীবন,
নিয়ে প্রিয় অভিমান।
মন তবু যে তোমাতে হারাবে
তাকে বেধে রাখা কি আর যাবে?
শুধু যাব না তোমার কাছে এই আমি।
ভরবে না ভালবাসাতে ক্ষত
তুমি রবে যে আগেরই মতো
এই আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামী।
তোমাকে নিয়ে দেখা স্বপ্নের ভীড়ে
ছিলনা কিছু ঠাই দুচোখের নীড়ে
স্বপ্নগুলোকে হঠাৎ কেড়ে যে নিলে
আমাকে যে আধাঁর পথে ঠেলে দিলে
মন তবু যে তোমাতে হারাবে
তাকে বেধে রাখা কি আর যাবে?
শুধু যাব না তোমার কাছে এই আমি
পড়বে না ভালবাসাতে ক্ষত
তুমি রবে যে আগেরই মতো
এই আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামী।
ভাবিনি যা ভেবেছি ভুল হবে সবই
করতে পারনি তুমি আমাকে অনুভবই
ভুলগুলো আজ তুমি ভেঙে যে দিলে
আমাকে যে আধাঁর পথে ঠেলে দিলে
মন তবু যে তোমাতে হারাবে
তাকে বেধে রাখা কি আর যাবে?
শুধু যাব না তোমার কাছে এই আমি
পড়বে না ভালবাসাতে ক্ষত
তুমি রবে যে আগেরই মতো
এই আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামী।
নিজের মতো ভাল থেকো,
ছেড়ে দিলাম পিছুটান।
বাঁচবো না হয় সারাজীবন,
নিয়ে প্রিয় অভিমান।
আরও পড়ুনঃ তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়া ধরা