বল না - হাবিব ওয়াহিদ

বল না কিভাবে বলি তোমায়,
করেছ পাগল, প্রথম দেখায়।
হয়েছি তোলপাড় , অচেনা ঘোরে,
তোমায় নিতে চাই আপন করে।

চল না, দুজনে কাছে আসি ,
চল না, মেঘে মেঘে দূরে ভাসি ,
চল না, কিছু না মানা ভালবাসি ,
চল না, সাজাই মিলে সুখেরই পৃথিবী ...
চল না... চল না.... চল না...।

আমাদের গল্প হবে রূপকথার,
ছাড়িয়ে স্বপ্নেরই সীমানা ।
তুমি আমি যেন অবনদীর মত,
বয়ে যাব ছুঁয়ে ছুঁয়ে অজানায়।

তুমি ছাড়া চায় না কিছু এ মন,
তোমাকে নিয়ে সব কল্পনা।
হৃদয়ে আমি রাখব তোমায় সারাক্ষন,
তুমি ছাড়া এ মন, কিছু না বোঝে না।

না .... মন সে তো কোন বাঁধা মানে না যে,
এবার ... তুমি হাত ধরে বল, পাশে থেকে বল,
ভালবেসে কি হবে না আমার।

চল না, দুজনে কাছে আসি,
চল না, মেঘে মেঘে দূরে ভাসি,
চল না, কিছু না মানা ভালবাসি,
চল না, সাজাই মিলে সুখেরই পৃথিবী
চল না... চল না... চল না...।

বল না কিভাবে বলি তোমায়,
করেছো পাগল, প্রথম দেখায়।
হয়েছি তোলপাড়, অচেনা ঘোরে,
তোমায় নিতে চাই আপন করে।

চল না , দুজনে কাছে আসি,
চল না , মেঘে মেঘে দূরে ভাসি,
চল না , কিছু না মানা ভালবাসি,
চল না, সাজাই মিলে সুখেরই পৃথিবী
চল না... চল না... চল না...।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url