বন্ধু মানে - সুমন হাফিজ
বন্ধু মানে গল্প কথায় সুখদুখের আদানপ্রদান
বন্ধু মানে পরাজিত হৃদয়ে মান অভিমান
বন্ধু মানে স্মৃতির জালে নিজেকে খুঁজে পাওয়া
স্বর্গীয় মাধুরীতে এ জীবন ছেয়ে রাখা
ওরে বন্ধু আমি ধন্য হোলাম জীবনের সঙ্গী পেলাম
ভেসে যাই একই ভেলাতে ।
মধ্যরাতে সকাল দুপুর সাঁঝে
তোরাই আমার রয়েছিস পাশে
মধুর কথায় হাসাহাসি
হাতের খাবার হয় ভাগাভাগি
সবই যেন স্বর্গ ছায়া ধরণীর বুকে ।
আমার দুখে কিবা সুখোচ্ছাসে
বন্ধু ছিলি আজো আছিস পাশে
আশার আলো তোরাই দেখাস
পৃথিবীকে আপন যত্নে সাজাস
সবই যেন স্বর্গ ছায়া ধরণীর বুকে ।
বন্ধু মানে পরাজিত হৃদয়ে মান অভিমান
বন্ধু মানে স্মৃতির জালে নিজেকে খুঁজে পাওয়া
স্বর্গীয় মাধুরীতে এ জীবন ছেয়ে রাখা
ওরে বন্ধু আমি ধন্য হোলাম জীবনের সঙ্গী পেলাম
ভেসে যাই একই ভেলাতে ।
মধ্যরাতে সকাল দুপুর সাঁঝে
তোরাই আমার রয়েছিস পাশে
মধুর কথায় হাসাহাসি
হাতের খাবার হয় ভাগাভাগি
সবই যেন স্বর্গ ছায়া ধরণীর বুকে ।
আমার দুখে কিবা সুখোচ্ছাসে
বন্ধু ছিলি আজো আছিস পাশে
আশার আলো তোরাই দেখাস
পৃথিবীকে আপন যত্নে সাজাস
সবই যেন স্বর্গ ছায়া ধরণীর বুকে ।