শেষ গান - জোহাদ
চাঁদের দড়ি দিয়ে বেয়ে উঠি
তারই আলো দিয়ে তোমায় খুঁজি
খুঁজতে গিয়ে আমায় আমি ভুলি
তবে তমায় পেয়ে আমি সুর তুলি ।
থমকে তাকিয়ে থাকি দাড়িয়ে
সুর খুঁজতে গিয়ে যাই হারিয়ে
শোনাব শেষ বারের মত এই সুর
এই ভাঙ্গা সুর দিয়ে যাব কতদূর ?
থমকে তাকিয়ে থাকি দাড়িয়ে
সুর খুঁজতে গিয়ে যাই হারিয়ে
থমকে তাকিয়ে থাকি দাড়িয়ে
সুর খুঁজতে গিয়ে যাই হারিয়ে
শোনাব শেষ বারের মত এই সুর ।
তারই আলো দিয়ে তোমায় খুঁজি
খুঁজতে গিয়ে আমায় আমি ভুলি
তবে তমায় পেয়ে আমি সুর তুলি ।
থমকে তাকিয়ে থাকি দাড়িয়ে
সুর খুঁজতে গিয়ে যাই হারিয়ে
শোনাব শেষ বারের মত এই সুর
এই ভাঙ্গা সুর দিয়ে যাব কতদূর ?
থমকে তাকিয়ে থাকি দাড়িয়ে
সুর খুঁজতে গিয়ে যাই হারিয়ে
থমকে তাকিয়ে থাকি দাড়িয়ে
সুর খুঁজতে গিয়ে যাই হারিয়ে
শোনাব শেষ বারের মত এই সুর ।