আমি জীবনকে বলছি গুডবায় - এন্ড্রু কিশোর
আমি জীবনকে বলছি গুডবায়
মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলো
আমাকে মেরে ফেলও।
আমি জীবনকে বলছি গুডবায়
মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলো
আমাকে মেরে ফেলো।
অনুরাধা বিহীন.....
আরেকটা দিন এই পৃথিবীর বুকে কেটে গেল
আমাকে মেরে ফেল
আমাকে মেরে ফেলো।
ভুলে গেছি সব গানের বাণী
ভুলে গেছি সব সুর ।
যে দিন জীবন থেকে অনুরাধা চলে গেছে বহু দূর ।
ভুলে গেছি সব গানের বাণী
ভুলে গেছি সব সুর ।
যে দিন জীবন থেকে অনুরাধা চলে গেছে বহু দূর ।
তবু বলে অন্তর অনুরাধা প্রান প্রজাপতি তুমি পাখা মেলো
আমাকে মেরে ফেল
আমাকে মেরে ফেলো।
আমি জীবনকে বলছি গুডবায়
মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলো
আমাকে মেরে ফেলো।
আমি জীবনকে বলছি গুডবায়
মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলো
আমাকে মেরে ফেলো।
অনুরাধা বিহীন আরেকটা দিন এই পৃথিবীর বুকে কেটে গেল
আমাকে মেরে ফেলো
আমাকে মেরে ফেলো ।
অনুরাধা ও অনুরাধা তুমি গানের সারগাম ,
আমার সাধের তানপুরাটা আর প্রিয় হারমনিয়াম ।
অনুরাধা ও অনুরাধা তুমি গানের সারগাম ,
আমার সাধের তানপুরাটা আর প্রিয় হারমনিয়াম ।
ফিরে এসো তুমি অনুরাধা মিথ্যে প্রেমের নয় খেলা খেল ।
আমি জীবনকে বলছি গুডবায়
মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলো
আমাকে মেরে ফেলো।
আমি জীবনকে বলছি গুডবায়
মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলো
আমাকে মেরে ফেলো।
অনুরাধা বিহীন আরেকটা দিন এই পৃথিবীর বুকে কেটে গেল ।
আমাকে মেরে ফেল
আমাকে মেরে ফেলো।