তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা - আসিফ আকবর

জীবন মানে বহতা নদী থেমে সেতো থাকে না ।
তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনও ভেবনা ।
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা ।
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা ।
ভাল আমি বেসে ছিলাম সত্যি কথা , তুমি তার কোন দাম দিলে না ।
এতটা সময় পাশাপাশি থেকেও কাছের মানুষ তুমি হলে না ।
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা ।
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা ।
জীবন মানে বহতা নদী থেমে সেতো থাকে না ।
তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনও ভেবনা ।
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা ।
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা ।
সুখের আশা করেছিলাম সত্যি কথা , সুখে ঘর বাঁধা তো হল না ।
ভেঙ্গেছ আশা অকারণে বার বার , আশার প্রদীপ তাই জ্বলে না ।
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা ।
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা ।
জীবন মানে বহতা নদী থেমে সেতো থাকে না ।
তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনও ভেবনা ।
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা ।
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url