বন্ধু , তুমি হয়ত ভুলে আছ আমায় - তাহসান
বন্ধু , তুমি হয়ত ভুলে আছ আমায়
আমিতো এখনো পারিনি .
এলোমেলো এই মনটা তোমার অগোচরে জানি
আমারই খোজে তবুও কখনো বলনি .
জানি পাশেই আছ , ছুয়ে দেখতে পারি না .
জানি কাছেই আছ , উপলব্ধি করিনা .
তবু স্বপ্ন দেখি একদিন দুজনে আকাশ ছুব
বিষন্নতার সাথে আরি নেব .
কোনো এক শরতের বিকেলে চির চেনা কোন মোহের ভিড়ে
এখনো হয়তঃ একা ভাবছো আমায় .
বৃষ্টির রিম - ঝিম শব্দে এখনো কি তুমি আকছ ছবি
ভবঘুরে সেই নীল কানভাস আমার কবি .
কবিতার সব পন্থীগুলো অকারণে বড় অবাঞ্চিত
প্রিয় সুরগুলো কেমন যেন অপরিচিত .
জোছনার সাথে সঙ্গী হয়ে , দেখো একা আমি হাটছি আজও
সুখী হব বলে খুজছি তোমায় প্রতিনিয়ত .
জানি পাশেই আছ , ছুয়ে দেখতে পারিনা .
জানি কাছেই আছ , উপলব্ধি করিনা .
তবু স্বপ্ন দেখি একদিন দুজনে আকাশ ছোব
বিষন্নতার সাথে আরি নেব .
জানি পাশেই আছ , ছুয়ে দেখতে পারিনা .
জানি কাছেই আছ , উপলব্ধি করিনা .
তবু স্বপ্ন দেখি একদিন দুজনে আকাশ ছোব
বিষন্নতার সাথে আরি নেব .
আমিতো এখনো পারিনি .
এলোমেলো এই মনটা তোমার অগোচরে জানি
আমারই খোজে তবুও কখনো বলনি .
জানি পাশেই আছ , ছুয়ে দেখতে পারি না .
জানি কাছেই আছ , উপলব্ধি করিনা .
তবু স্বপ্ন দেখি একদিন দুজনে আকাশ ছুব
বিষন্নতার সাথে আরি নেব .
কোনো এক শরতের বিকেলে চির চেনা কোন মোহের ভিড়ে
এখনো হয়তঃ একা ভাবছো আমায় .
বৃষ্টির রিম - ঝিম শব্দে এখনো কি তুমি আকছ ছবি
ভবঘুরে সেই নীল কানভাস আমার কবি .
কবিতার সব পন্থীগুলো অকারণে বড় অবাঞ্চিত
প্রিয় সুরগুলো কেমন যেন অপরিচিত .
জোছনার সাথে সঙ্গী হয়ে , দেখো একা আমি হাটছি আজও
সুখী হব বলে খুজছি তোমায় প্রতিনিয়ত .
জানি পাশেই আছ , ছুয়ে দেখতে পারিনা .
জানি কাছেই আছ , উপলব্ধি করিনা .
তবু স্বপ্ন দেখি একদিন দুজনে আকাশ ছোব
বিষন্নতার সাথে আরি নেব .
জানি পাশেই আছ , ছুয়ে দেখতে পারিনা .
জানি কাছেই আছ , উপলব্ধি করিনা .
তবু স্বপ্ন দেখি একদিন দুজনে আকাশ ছোব
বিষন্নতার সাথে আরি নেব .