সে কার সুখের মত - আরফিন রুমি

সে কার সুখের মত
ছায়া পরে অবিরত
সে কার চোখের জলে
ভেসে যাই কোলাহলে
কখনো পাবনা যারে
স্বপ্নে রেখেছি তারে
অচেনা দেউএর মত
হাটে সে সাগরপারে

ঘুম এলেই সে আসে
রাতভর দু চোখে ভাসে
কথ কোঠায় বলে সে
দুরে দুরে তুবুও চলে
কখনো পাবনা যারে
স্বপ্নে রেখেছি তারে
অচেনা দেউএর মত
হাটে সে সাগরপারে

মেঘ দেখেই সে হাসে
অভিমানে বৃষ্টি আসে
ঝরে গিয়েই সে পাতা
দিকে দিকে ছড়ালো কথা

সে কার সুখের মত
ছায়া পরে অবিরত
সে কার চোখের জলে
ভেসে যায় কোলাহলে
কখনো পাবনা যারে
স্বপ্নে রেখেছি তারে
অচেনা দেউএর মত
হাটে সে সাগরপারে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url