Showing posts with label মাইলস. Show all posts
Showing posts with label মাইলস. Show all posts

নীলা - মাইলস

তোমার চোখে
চেয়ে দেখি আমি জীবনটাকে
ভালোবাসার স্মৃতিগুলো
তোমাকেই শুধু চায়
কিছু কথা
কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোয়ায়
তোমাকে কাছে চায়
ঐ সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারি আশায়

নিলা তুমি কি চাও না
হারাতে ঐ নিলীমায়
যেখানে দুটি মন এক
হয়ে ছবির মত জেগে রয়
নিলা তুমি কি জানো না
আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম
মিলে মিশে এক হয়

ফুলের মত
সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালোবেসে
আরো কাছে পেতে চাই
দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত
ছুটে চলে অবিরত
তোমার ঠিকানায়
ঐ সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারি আশায়

নিলা তুমি কি চাও না
হারাতে ঐ নিলীমায়
যেখানে দুটি মন এক
হয়ে ছবির মত জেগে রয়
নিলা তুমি কি জানো না
আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম
মিলে মিশে এক হয়

ফিরিয়ে দাও - মাইলস

নিঃস্ব করেছো আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়

নিঃস্ব করেছো আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায় 

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেধেছিলে আমায় তখন 

ফিরিয়ে দাও
আমার এ প্রেম তুমি
ফিরিয়ে দাও , ফিরিয়ে দাও

হারানো দিনগুলো
এভাবে চলে যেও না 


আমার হৃদয় জুড়ে
শুধু তুমিই ছিলে
যত সুর ছিলো মনে,
কেন মুছে দিলে 

আমার হৃদয় জুড়ে
শুধু তুমিই ছিলে
যত সুর ছিলো মনে,
কেন মুছে দিলে 

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেধেছিলে আমায় তখন 

ফিরিয়ে দাও

আমার এ প্রেম তুমি
ফিরিয়ে দাও , ফিরিয়ে দাও
হারানো দিনগুলো
এভাবে চলে যেও না 

অকারন অভিমানে
তুমি চলে যেও না
মায়াবী এ বাধন ছিড়ে
দুরে সরে যেও না

অকারন অভিমানে
তুমি চলে যেও না
মায়াবী এ বাধন ছিড়ে
দুরে সরে যেও না 

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেধেছিলে আমায় তখন 

ফিরিয়ে দাও

আমার এ প্রেম তুমি

ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও


হারানো দিনগুলো
এভাবে চলে যেও না