Showing posts with label এন্ড্রু কিশোর. Show all posts
Showing posts with label এন্ড্রু কিশোর. Show all posts

ভাল আছি ভালো থেকো - তোমাকে চাই

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটারে ।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।


পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
তেমনি তোমার নিবিড় চলা
ভিতরের নীল বন্দরে ।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।


ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় ছোয়া
গভীরের এই বন্দরে ।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।

ভালো আছি, ভালো থেকো - এন্ড্রু কিশোর ও কনক চাঁপা

ভালো আছি , ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ  ।
দিও তোমার মালা খানি ; বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ ।
তেমনি তোমার নিবিঢ চলা ভিতরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।
ভালো আছি, ভালো থেকো; আকাশের ঠিকানায় চিঠি লিখো ।
দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।
ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ীর আবডালে ফসলের ধুম ।
তেমনি তোমার নিবিঢ ছোয়া গভীরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।
ভালো আছি, ভালো থেকো; আকাশের ঠিকানায় চিঠি লিখো ।
দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।

আশা ছিল মনে মনে - এন্ড্রু কিশোর,

আশা  ছিল  মনে  মনে
প্রেম  করিব  তুমার  তুমার  সনে
তুমায়  নিয়ে  ঘর  বাধিব  গহীন বালুচরে

ভালবাসার  কি  যন্ত্রণা
প্রেমিক  ছাড়া  কেউ  বুঝেনা
আমার  মনের  সেই  বাসনা
মনেই  কেদে  মরে  মনেই  কেদে  মরে
গহীন  বালুচরে
আশা  ছিল  মনে  মনে

আশা  পূরণ  না  হয়  যদি
চোখের  জলে  হয়  দরদী
আমার  দুখের  সেই  সে  নদী
বুকেই  রাখি  ধরে
গহীন  বালুচরে

আশা  ছিল  মনে  মনে
প্রেম  করিব  তুমার  তুমার  সনে
তুমায়  নিয়ে  ঘর  বাধিব  গহীন বালুচরে

সবাই দেখে আকাশে ঐ ভাঙা চাঁদের জোছনা - এন্ড্রু কিশোর

সবাই দেখে আকাশে ঐ ভাঙা চাঁদের জোছনা
সবাই দেখে আকাশে ঐ ভাঙা চাঁদের জোছনা ।
দেখেনা কেউ কাছে এসে ভাঙা মনের বেদনা
দেখেনা কেউ কাছে এসে ভাঙা মনের বেদনা ।
এই দুনিয়ায় কারও ব্যাথা কেউতো রে হায় বুঝেনা
এই দুনিয়ায় কারও ব্যাথা কেউতো রে হায় বুঝেনা ।

সবাই দেখে আকাশে ঐ ভাঙা চাঁদের জোছনা
দেখেনা কেউ কাছে এসে ভাঙা মনের বেদনা
কাছাকাছি থাকলে সবাই কাছের মানুষ হয় না
সবার মনে সারা জীবন ভালবাসা রয় না ।

ও ও ও  কাছাকাছি থাকলে সবাই কাছের মানুষ হয় না
সবার মনে সারা জীবন ভালবাসা রয় না ।
এই দুনিয়ায় কারও ব্যাথা কেউতো রে হায় বুঝেনা
এই দুনিয়ায় কারও ব্যাথা কেউতো রে হায় বুঝেনা ।
ওহ ওহ  সবাই দেখে আকাশে ঐ ভাঙা চাঁদের জোছনা
দেখেনা কেউ কাছে এসে ভাঙা মনের বেদনা ।

জনম ভরে সাধন করে হৃদয় পাওয়া যায় না
চেয়েছি যা বারে বারে কেন সেটা পাইনা ।
জনম ভরে সাধন করে হৃদয় পাওয়া যায় না
চেয়েছি যা বারে বারে কেন সেটা পাইনা ।
এই দুনিয়ায় কারও ব্যাথা কেউতো রে হায় বুঝেনা
এই দুনিয়ায় কারও ব্যাথা কেউতো রে হায় বুঝেনা ।

ওহ ওহ  সবাই দেখে আকাশে ঐ ভাঙা চাঁদের জোছনা
দেখেনা কেউ কাছে এসে ভাঙা মনের বেদনা ।
এই দুনিয়ায় কারও ব্যাথা কেউতো রে হায় বুঝেনা
এই দুনিয়ায় কারও ব্যাথা কেউতো রে হায় বুঝেনা ।

আমি জীবনকে বলছি গুডবায় - এন্ড্রু কিশোর

আমি জীবনকে বলছি গুডবায় , মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলও , আমাকে মেরে ফেলও
আমি জীবনকে বলছি গুডবায় , মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলও , আমাকে মেরে ফেলও
অনুরাধা বিহীন আরেকটা দিন এই পৃথিবীর বুকে কেটে গেল
আমাকে মেরে ফেলও , আমাকে মেরে ফেলও

ভুলে গেছি সব গানের বাণী , ভুলে গেছি সব সুর ।
যে দিন জীবন থেকে অনুরাধা চলে গেছে বহু দূর ।
ভুলে গেছি সব গানের বাণী , ভুলে গেছি সব সুর ।
যে দিন জীবন থেকে অনুরাধা চলে গেছে বহু দূর ।
তবু বলে অন্তর অনুরাধা প্রান প্রজাপতি তুমি পাখা মেলো
আমাকে মেরে ফেলও , আমাকে মেরে ফেলও

আমি জীবনকে বলছি গুডবায় , মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলও , আমাকে মেরে ফেলও
আমি জীবনকে বলছি গুডবায় , মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলও , আমাকে মেরে ফেলও

অনুরাধা বিহীন আরেকটা দিন এই পৃথিবীর বুকে কেটে গেল
আমাকে মেরে ফেলও , আমাকে মেরে ফেলও

অনুরাধা ও অনুরাধা তুমি গানের সারগাম ,
আমার সাধের তানপুরাটা আর প্রিয় হারমনিয়াম ।
অনুরাধা ও অনুরাধা তুমি গানের সারগাম ,
আমার সাধের তানপুরাটা আর প্রিয় হারমনিয়াম ।
ফিরে এসো তুমি অনুরাধা মিথ্যে প্রেমের নয় খেলা খেল ।
আমি জীবনকে বলছি গুডবায় , মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলও , আমাকে মেরে ফেলও

আমি জীবনকে বলছি গুডবায় , মরনকে বলছি হ্যালো
আমাকে মেরে ফেলও , আমাকে মেরে ফেলও
অনুরাধা বিহীন আরেকটা দিন এই পৃথিবীর বুকে কেটে গেল
আমাকে মেরে ফেলও , আমাকে মেরে ফেলও

আমার সারা দেহ খেওগো মাটি - এন্ড্রু কিশোর

আমার  সারা  দেহ  খেওগো  মাটি
এই  চোখ  দুটি  মাটি  খেও  না
আমি  মরে  গেলেও  তার  দেখা  মাটি 
মিটবে  নারে  মিটবে  না
তারে  এক জনমে  ভালোবেসে 
ভরবে  না  মন  ভরবে  না

অরে  ইচ্ছে  করে  বুকের  ভেতর
লুকিয়ে  রাখি  তারে
যেন  না  পারে  সে  যেতে  আমায় 
কোন   দিন  ছেড়ে
আমি  এই  জগতে  তারে  ছাড়া
থাকব  না  আর  থাকব  না
তারে  এক জনমে  ভালোবেসে 
ভরবে  না  মন  ভরবে  না

অরে  এইনা  ভুবন  ছাড়তে  হবে
দুদিন  আগে  পরে
বিধি  একই  সঙ্গে  রেখ   মদের
একই  মাটির  ঘরে
আমি  ইন  ঘরে  থাকতে  একা
পারব  নারে  পারবনা
তারে  এক জনমে  ভালোবেসে 
ভরবে  না  মন  ভরবে  না

জীবনের গল্প - এন্ড্রু কিশোর


জীবনের গল্প , আছে বাকি অল্প 
জীবনের গল্প , আছে বাকি অল্প
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সমে আর হয়ত 
পাবে না  সমে  আর  হয়ত

ওই  ঘাসের  কাপনেতে  দেখো  আকাশ  আছে শুয়ে

ওই  বরফ  গলা  নদী  নামে  পাহাড়  বে  বে
নীরেরই  পাখি  ফিরে যাবে , সূর্যটা  গেলে  অস্থ
যা  কিছু  দেখার  নাও  দেখে  নাও
যা  কিছু  বলার  যাও  বলে  যাও
পাবে  না  সমে  আর  হয়ত
জীবনের  গল্প , আছে  বাকি  অল্প 
জীবনের  গল্প , আছে  বাকি  অল্প

এই  রঙ্গীন  পৃথিবীতে , কত  মানুষ  এলো  গেল

এই  আশা  যাবার  পথে , কত  চেনা  জানা  হলো
ভুলে  যেতে  হবে  সবই , পথ  চলা  হলে  অন্ত
যা  কিছু  দেখার  নাও  দেখে  নাও
যা  কিছু  বলার  যাও  বলে  যাও
পাবে  না  সমে  আর  হয়ত
জীবনের  গল্প , আছে  বাকি  অল্প 
জীবনের  গল্প , আছে  বাকি  অল্প

ডাক দিয়াছেন দয়াল আমারে - এন্ড্রু কিশোর

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশিদিন তদের মাঝারে
চলতে পথে দুদিন থামিলাম
ভালবাসার মালা খানি 
গলে পরিলাম আমি গলে পরিলাম
আমার সাধের মালা যাইরে চিরে
রইবনা আর বেশিদিন তদের মাঝারে 
ও আমি কত জনে কত কি দিলাম 
যাইবার কালে একজনার 
দেখা না পাইলাম , দেখা না পাইলাম
আমার সঙ্গের সাথী
আমার সঙ্গের সাথী কেউ হইলনারে 
রইবনা আর বেশিদিন তদের মাঝারে 

আমার বুকের মধ্যেখানে - এন্ড্রু কিশোর


আমার বুকের মধ্যেখানে 
মন যেখানে হৃদয় সেখানে
সেইখানে তোমাকে আমি 
রেখেছি কতনা যতনে
তোমার বুকের মধ্যেখানে 
মন যেখানে
হৃদয় সেখানে
সেইখানে আমাকেও রেখ 
আর কথাও যাবনা জীবনে 

তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর

ভালবাসার ঘর বানিয়ে
হব দেশান্তর
তোমায় কত ভালবাসি
বুঝাব বুঝাব কেমনে 

সাগরেরই টানে  যেমন নদী ছুটে যায়

তেমনি করে আমারে মন তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আসার আলো নয়নের 

আমার বুকের মধ্যেখানে 
মন যেখানে
হৃদয় সেখানে
সেইখানে তোমাকে আমি 
রেখেছি কতনা যতনে
তোমার বুকের মধ্যেখানে 
মন যেখানে
হৃদয় সেখানে
সেইখানে আমাকেও রেখ 
আর কথাও যাবনা জীবনে 

কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া - এন্ড্রু কিশোর

কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া
অন্তরে থুসেরী আগুন জ্বলে রয়িয়া রইয়া
কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া
অন্তরে থুসেরী আগুন জ্বলে রয়িয়া রিয়া
কথা ছিল সঙ্গে নিব , সঙ্গে আমায় নাহি নিল গো
কথা ছিল সঙ্গে নিব , সঙ্গে আমায় নাহি নিল গো
আমারে একেলা থুইয়া ,আমারে একেলা থুইয়া
কিল কথায় গিয়া , জ্বলে রইয়া রইয়া
কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া
অন্তরে থুসেরী আগুন জ্বলে রয়িয়া রইয়া

ঘর বান্ধিব সকির সনে , কত আশা ছিল মনে গো
ঘর বান্ধিব সখির সনে , কত আশা ছিল মনে গো 
বান্গিলো অধরের জোড়া , বান্গিলো অধরের জোড়া
কি যে গেল হইয়া , জ্বলে রইয়া রইয়া
কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া
অন্তরে থুসেরী আগুন জলে রয়িয়া রইয়া
কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া
অন্তরে থুসেরী আগুন জলে রয়িয়া রইয়া

এখানে দুজনে নির্জনে - রুনা লায়লা ও এন্ড্রু কিশোর

এখানে দুজনে নির্জনে
সাজাব প্রেমেরও পৃথিবী
পাখি শোনাবে যে গান
সুরে ভরে দেবে প্রাণ
ফুল দেবে ছড়িয়ে সুরভি

তুমি আমি হয়ে যাব একাকার
প্রেম ছাড়া রবে না কিছু আর
তুমি সূর্য তুমি চন্দ্র
আমার দুটি নয়নে

এসো এসো হৃদয়েরও বিছানায়
দিন যেন এভাবেই কেটে যায়
আমি ধন্য আমি পূর্ণ
তোমায় পেয়ে জীবনে
এখানে দুজনে নির্জনে
সাজাব প্রেমেরও পৃথিবী
পাখি শোনাবে যে গান
সুরে ভরে দেবে প্রাণ
ফুল দেবে ছড়িয়ে সুরভি