Showing posts with label অনুপম রয়. Show all posts
Showing posts with label অনুপম রয়. Show all posts

আমাকে আমার মত থাকতে দাও - অনুপম রয়

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলনা  ছিলনা  সেটা  না  পাওয়ায়  থাক
সব  পেলে  নষ্ট  জীবন

তোমারই  দুনিয়ার  ঝাপসা  আলোয়
কিছু  সন্ধ্যের  গুর  হওয়া  কাঁচের  মত
যদি  উড়ে  যেতে  চাও  তবে  গা  ভাসিয়ে  দাও
দুরবিনে  চোখ  রাখবনা   না  না
না  না  না  না
না  না  না  না

এই  জাহাজ  মাস্তুল  ছারখার
তবু  গল্প  লিখছি  বাঁচবার
আমি  রাখতে  চাই  না  আর  তার
কোনো  রাত  দুপুর - এর  আবদার
তাই  চেষ্টা  করছি  বার  বার

সাঁতরে  পার  খুঁজার  .....