নিথুয়া পাথারে, নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
চিকন ধুতি খানি পরিতে না জানি
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ ।।
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনের শেষ
হয়ে জীবনের শেষ ।।
প্রেমেরও মুরালী বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর।।
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ না।।
তোল বন্ধু আমার কেহ নাই